ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহবায়ক, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আমীর আহমেদ চৌধুরী রতন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৫ অক্টোবর রাত ১০.৪৫ মিনিটে তিনি ইহকাল ছেড়ে চলে গেলেন। মৃত্যুকালে শিক্ষার এই কারীগর স্ত্রী, পুত্র, কন্যা সহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। (আমীন)।
অধ্যাপক আমীর আহমেদ চৌধুরী রতন এর মৃত্যুতে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মো: জহিরুল হক খোকা ও সাধারন সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল গভীর শোক প্রকাশ করেছেন।
পাশাপাশি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। জেলাপরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ ইউসুফ খান পাঠান অধ্যক্ষ আমীর আহমেদ চৌধুরী রতন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।এক শোকবার্তায় জেলা আওয়ামিলীগের সভাপতি এড জহিরুল হক খোকা, সাধারন সম্পাদক এড, মোয়াজ্জেম হোসেন বাবুল, স্বাচিপ এর মহাসচিব ডা.অধ্যাপক ডা. এম এ আজিজ বলেন- অধ্যাপক আমীর আহমেদ চৌধুরী রতন ছিলেন শিক্ষার কারীগর। তারা বলেন- ময়মনসিংহের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক পরিবর্তনে আমির আহমেদ চৌধুরী রতনের রয়েছে অপরিসীম অবদান।শিক্ষার সাথে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুস্হ্য সমাজ বিনির্মাণে তিনি গড়ে তুলেছিলেন মুকুল নিকেতন ও মুকুল ফৌজ।তিনি শুধু সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা হিসেবে নন বরং তার মধ্যে যে শিল্প মানস বাস করতো সেই ব্যক্তিত্বের প্রভাব ছিল ময়মনসিংহের শিল্পাকাশে।মহান মুক্তিযুদ্ধে প্রয়াত আমির আহমেদ চৌধুরীর ব্যাপক অবদান ছিলো,যা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বঙ্গবন্ধু শিশু একাডেমীর সভাপতি অধ্যাপিকা দিলরুবা শারমিন বলেন ময়মনসিংহবাসি আরেকজন অভিভাবক হারালো।
নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ময়মনসিংহ মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদা তাহমিনা প্রীতি স্যার এর মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ,তাতীলীগ,মৎসজিবী লীগ, ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ অধ্যক্ষ আমীর আহম্মদ চৌধুরী রতন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের জানাযার নামাজ বাদ জুম্মা আঞ্জুমান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁর লাশ নিজ বাড়ি ফেনীতে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।উল্লেখ্য ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সদর উপজেলার নৌকার প্রার্থী ছিলেন।