শেরপুর প্রতিনিধি:
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’, পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এসব শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ অক্টোবর শনিবার এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে নকলা থানা থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে থানা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, নকলা-নালিতাবাড়ী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) শাহাব উদ্দিন প্রমুখ।
এসময় এসআই রাজীব ভৌমিক, ইউনুস আলী, নিরঞ্জন, চন্দন পাল, আব্দুস ছাত্তার, ইসমাইল হোসেন ও সালামত আলী; এএসআই জুয়েল মিয়া, রতন চৌধুরী, কামরুল হাসান, তানভীর আহম্মেদ, আল আমীন ও সেলিনা বেগমসহ নকলা থানায় কর্মরত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যগন, বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ, গনপদ্দী ডিজিটাল ইউপি’র চেয়ারম্যান শামছুর রহমান আবুলসহ বিভিন্ন ইউপি’র চেয়ারম্যান, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যগন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন