জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহের মানবিক নেত্রী, ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে ময়মনসিংহে প্রতিবন্ধীদের মাঝে কার্ড বিতরন করা হয়েছে। শুক্তবার ১৬ই অক্টোবর ময়মনসিংহের সুন্দর মহল বেগম রওশন এরশাদের বাসভবন থেকে ন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দুস্থ অসহায় অসুস্থ প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করেন মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ ।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির জেলা জাতীয়পাটির অর্থ সম্পাদক শরীফুল ইসলাম খোকন ও জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তপন, দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো: হোসেন আলী, মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সভাপতি বাদশা মিয়া, ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক কাউছার আহমেদ, মহানগর জাতীয় যুবসংহতির যুগ্ন আহবায়ক বদরুজ্জামান সবুজ ও রুকুনুজ্জামান জুয়েলসহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
এসময় উপকারভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র ইকরামুল হক টিটু সহ সমাজ সেবা অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।