১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা খিলক্ষেত থানা পুলিশের সহায়তায় প্রাণ ফিরে পেল নবজাতক শিশু
১৭, অক্টোবর, ২০২০, ১১:৫১ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে খিলক্ষেত থানা পুলিশ।

খিলক্ষেত থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম ডিএমপি নিউজকে বলেন, বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৫.৩০ টায় খিলক্ষেত থানার নিকুঞ্জ-১ এলাকায় রাস্তার ওপর পড়ে থাকা, কাপড়ের শপিং ব্যাগের ভিতর একটি ছেলে নবজাতক শিশুকে দেখতে পায় কর্তব্যরত সার্জেন্ট। তিনি খিলক্ষেত থানায় জানালে, পরবর্তী সময়ে নবজাতক শিশুকে উদ্ধার করে খিলক্ষেত থানা পুলিশ।

উদ্ধারের পর শিশুটিকে চিকিৎসার জন্য আগারগাও ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নবজাতক শিশু সুস্থ ও ভালো আছে। তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছে তা জানা যায়নি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।