৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ সিংগাইরে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার!
২৬, অক্টোবর, ২০১৯, ৫:৪৩ অপরাহ্ণ -

ঢাকা অফিসঃ

মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সিংগাইরের পারিল খুয়ামুড়ি গ্রামের কৃষক আব্দুর রহমানের স্ত্রী দুই সন্তানের জননী হাসিনা বেগমকে (৫৫) শুক্রবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।

বলধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাজেদ খান ও সিংগাইর থানার এসআই মিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের বরাত দিয়ে শনিবার পুলিশের ওই কর্মকর্তা জানান, শুক্রবার সন্ধ্যার পরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি হাসিনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ধান ক্ষেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, শুক্রবার রাত ৩টার দিকে তারা ওই নারীর লাশ উদ্ধার করেন। আজ শনিবার সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মককর্তা বলেন, এই হত্যার পেছনে পূর্বশত্রুতা বা অন্য কোনও কারণ আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। এ ঘটনায় সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

নিহতের ভাশুর (স্বামীর বড় ভাই) হারুন অভিযোগ করেন, ‘দুই প্রতিবেশীর সঙ্গে আমার ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এ নিয়ে আদালতে মামলাও আছে। ওই বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে।’