সারা দেশে বাংলাদেশ পুলিশের উদ্যোগে একযোগে চলছে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ। সেই লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশের আয়োজনে শনিবার ১৭ অক্টোবর সকাল ১০টায় পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি)বোরহান উদ্দিন খান' র সভাপতিত্বে মুক্তিযোদ্ধা'র সন্তান বিল্লাল হোসেনের সঞ্চালনায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কাউন্সিলর নুরুল ইসলাম, আতাউর রহমান আতা, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শিউলী আক্তার, ডলি আক্তার প্রমুখ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরীপুর থানার উপ পরিদর্শক এস আই নজরুল ইসলাম, এস আই নাইমূল ইসলাম, সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ রইছ উদ্দিন,আনোয়ার হোসেন শাহীন, ফারুখ আহাম্মদ, শেখ বিপ্লব, শাহজাহান কবির,উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান উল্লাহ, সতিশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকা সাইদা ইয়াসমিন, ও স্থানীয় জন সাধারন এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে সারাদেশের ন্যায় গৌরীপুর উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌর সভাসহ গৌরীপুর থানা পুলিশের উদ্যোগে একযোগে চলছে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল