১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ রাজনীতি, সারা বাংলা ছাত্র আন্দোলনের মধ্যে ক্ষমতার লোভ ডুকেছে – রাশেদ খান মেনন
১৮, অক্টোবর, ২০২০, ৩:০৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন = বর্তমান ছাত্ররাজনীতির সমালোচনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি তার ফেসবুক পেইজে । তিনি বলেছেন, ‘আজকে ছাত্র আন্দোলনের অনেকখানি অবক্ষয় হয়েছে। ছাত্র আন্দোলনের মধ্যে ক্ষমতার লোভ ঢুকেছে। ভোগবাদিতা ঢুকেছে। তবে এটা তাদের দোষ নয়। এটা রাজনীতির দোষ।’

রাশেদ খান মেনন বলেন, ‘রাজনীতির মধ্যে যখন দুর্বৃত্তায়ন ঘটে, সাম্প্রদায়িকতা চলে আসে, তখন ছাত্র-তরুণ সমাজের মধ্যে লোভ-লালসা চলে আসাটা খুবই স্বাভাবিক। তারপরও আজকে জাতি তাকিয়ে আছে ছাত্রদের দিকে। তারা নিশ্চয়ই এই লড়াইয়ে পথ দেখাবে। আমরা তাই দেখতে পাচ্ছি।’

দেশের চলমান প্রেক্ষাপটে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘যখন দেশে বিচারহীনতার সংস্কৃতি প্রবলভাবে জেকে বসেছে, ধর্ষণ মহামারি আকার রূপ নিয়েছে; তখন ছাত্ররাই এগিয়ে এসে লড়াই শুরু করেছে। আমাদের সময় থেকে তারা অনেক বেশি সাহসী লড়াই করছে।’

ব্রাহ্মণবাড়িয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া এমন একটি জায়গা, যেখানে ধর্মের নামে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। যার মূল্যবান নিদর্শন এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এখানে ধর্মের নাম করে সাম্প্রদায়িকতা ছড়ানোর ব্যবস্থা করা হয়েছে। অথচ বাংলাদেশের জন্ম হয়েছে অসম্প্রদায়িক চেতনার ভিত্তিতে।’