১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, রাজনীতি মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকারের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।।
১৮, অক্টোবর, ২০২০, ৮:২৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকারের উদ্যোগে অাজ ১৮ অক্টোবর, রবিবার বাদ মাগরিব জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কনিষ্ঠভ্রাতা শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ শহরস্থ মাসকান্দার একটি এতিমখানায় স্বপ্না খন্দকার দোয়া ও মিলাদ মাহফিলের অায়োজন করেন।তিনি সরকারের স্বাস্থ্যবিধি মেনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন,প্রতিটি শিশুকে মাস্ক প্রদান করে এবং দোয়া শেষে সবাইকে মিষ্টিমুখ করান।


ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার মিলাদ মাহফিলের পূর্বে এক ভিডিওবার্তায় বলেন,আমি বঙ্গবন্ধুুর আদর্শের একজন উত্তরাধিকার এবং জননেত্রী শেখ হাসিনার একজন আদর্শিক কর্মী হিসেবে শেখ রাসেলের বয়সী শিশুপুত্রের মা হিসেবে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক আপার নির্দেশনায় এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র মো: ইকরামুৃল হক টিটু ভাইয়ের অনুপ্রেরণায় শেখ রাসেলের বয়সী এতিম শিশুদেরকে নিয়ে আজ শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করেছি।


তিনি আরো বলেন,আমি শেখ রাসেলের বয়সী আমার শিশুপুত্র ও পৃথিবীর সকল শিশুদের মাঝেই শেখ রাসেলকে খুঁজে পাই। আজকের এই শুভদিনেও আমি শোকাতর হ্নদয়ে বলতে চাই,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একজন এতিম,তাঁর প্রানপ্রিয় ভাই শেখ রাসেল শিশু অবস্থায়পিতা-মাতা-পরিবার-
পরিজন সহ নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছে। তাই আল্লাহর দরবারে খাসদিলে প্রার্থনা করছি, আজকে যেসকল এতিমরা দু’হাত তুলে দোয়া করলো সেইসকল এতিমদের দোয়ার ফজিলতে নিষ্পাপ শিশু শেখ রাসেলকে পরম করুনাময় আল্লাহতায়ালা অাপনি জান্নাতুল ফেরদৌস দান করুন।