১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা রাজধানীতে ডিএমপির মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪০
১৯, অক্টোবর, ২০২০, ২:৪৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

রাজধানীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই মাদক বিক্রি এবং সেবনের সাথে জড়িত বলে গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

গতকাল রবিবার সকাল থেতে আজ সোমবার ১৯ অক্টোবর সকাল পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

জানা, যায় মাদক বিরোধী নিয়মিত অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম ৯৪ পুরিয়া হেরোইন, ১২১ বোতল ফেনসিডিল, ২ কেজি ৩৪০ গ্রাম গাঁজা, ৪টি নেশাজাতীয় ইনজেকশন, ১২ ক্যান বিয়ায় ও ৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।