১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ মোশাররফ হোসেন এর নামাজে জানাজা নিয়ে জেলা পুলিশের বক্তব্য ।
১৯, অক্টোবর, ২০২০, ১০:০৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

সাবেক প্রতিমন্ত্রী এ, কে, এম, মোশাররফ হোসেনের নামাজে জানাজা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের বিভ্রান্তিকর পোস্টের প্রতি আমাদের দৃস্টি আকৃস্ট হয়েছে। বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে আমরাও শোকাহত। কিন্তু আমাদের বুঝতে হবে বিশ্ব এক জটিল সময় অতিক্রম করছে। উনি কোভিড পজিটিভ ছিলেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কাজেই ব্যাপক জন সমাবেশ পরিহার করে কোভিড প্রটোকল অনুযায়ী জানাজা নামাজ আয়োজনের জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছিল। সবার আবেগের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে স্মরণ করে দিতে যায় যে, দলমত নির্বিশেষে সকলকে কোভিড সংক্রান্ত নির্দেশনা জানিয়ে দিয়ে নিরাপদ রাখতে সাহায্য করা আমাদের পেশাগত ও নৈতিক দায়িত্ব। তাই এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট দেয়া থেকে বিরত থাকতে অনুরোধ করা হলো।

 

 

 

district police Mymensingh, Facebook page থেকে নেওয়া