সাবেক প্রতিমন্ত্রী এ, কে, এম, মোশাররফ হোসেনের নামাজে জানাজা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের বিভ্রান্তিকর পোস্টের প্রতি আমাদের দৃস্টি আকৃস্ট হয়েছে। বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে আমরাও শোকাহত। কিন্তু আমাদের বুঝতে হবে বিশ্ব এক জটিল সময় অতিক্রম করছে। উনি কোভিড পজিটিভ ছিলেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কাজেই ব্যাপক জন সমাবেশ পরিহার করে কোভিড প্রটোকল অনুযায়ী জানাজা নামাজ আয়োজনের জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছিল। সবার আবেগের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে স্মরণ করে দিতে যায় যে, দলমত নির্বিশেষে সকলকে কোভিড সংক্রান্ত নির্দেশনা জানিয়ে দিয়ে নিরাপদ রাখতে সাহায্য করা আমাদের পেশাগত ও নৈতিক দায়িত্ব। তাই এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট দেয়া থেকে বিরত থাকতে অনুরোধ করা হলো।
district police Mymensingh, Facebook page থেকে নেওয়া
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল