১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা জুম কনফারেন্সের মাধ্যমে ঢাকা বিভাগীয় সভা অনুষ্ঠিত।
১৯, অক্টোবর, ২০২০, ১০:১২ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঢাকা বিভাগের অক্টোবর ২০২০ মাসের বিভাগীয় চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্সের সভা, মাসিক রাজস্ব সম্মেলন, জেলা প্রশাসকগণের মাসিক সমন্বয় সভা, সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় কমিটির সভা, ভিক্ষুক পুনর্বাসন সংক্রান্ত সভা, তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ বিভাগীয় কমিটির সভা এবং বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা জুম কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ অক্টোবর সোমবার বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ মহোদয়ের সভাপতিত্বে জুম কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত উক্ত সভাসমূহে নরসিংদী জেলার প্রতিনিধিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

সভায় পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন সেক্টরে উদ্ভুত চ্যালেঞ্জ এবং তাঁর সমাধানসহ বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম সচল রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় সাম্প্রতিক পরিস্থিতিতে নরসিংদী জেলার বিভিন্ন সেক্টরে চলমান কার্যক্রমসমূহ তুলে ধরেন।