১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সিলেট কানাইঘাটে আলোচিত পা কাটা মামলার আসামী আলী গ্রেফতার।
২১, অক্টোবর, ২০২০, ৬:৪২ অপরাহ্ণ - প্রতিনিধি:

এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ

কানাইঘাটে কয়ছর আহমদের পা কেটে নেওয়ার আলোচিত মামলার প্রধান আসামী আলী আহমদকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একই ইউপি’র দনা বাঙ্গালীপাড়া গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। জানা যায় ঘটনার পর থেকে আলী আহমদ পাশ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যায়। মঙ্গলবার সে দনা এলাকায় রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম’র নির্দেশে থানার এসআই আনোয়ারুল ইসলাম একদল পুলিশ নিয়ে তাকে কৌশলী ফাঁদে ফেলে গ্রেফতার করেন। উল্লেখ্য গত ২৩ মে পবিত্র রমজান মাসে ঐ গ্রামের আজির উদ্দিনের ছেলে কয়ছর আহমদ ইফতারের পূর্বে স্থানীয় সুরমা বাজার থেকে খরচ নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথেমধ্যে দনা চা-বাগান কমিউনিটি ক্লিনিকের সামনে আসা মাত্র তার উপর আক্রমন করে পা কেটে শরীর থেকে আলাদা করে দেন তার মামাত ভাই গ্রেফতারকৃত প্রধান আসামী আলী আহমদ সহ কয়েকজন। এ ঘটনায় পরদিন ২৪ মে আহত কয়ছর আহমদের বাবা আজির উদ্দিন বাদী হয়ে ৮ জনকে আসামী করে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। থানার মামলা নং ১৬-তাং ২৪/৫/২০২০ইং। এরপর এ মামলার প্রধান আসামী আলী আহমদ ভারতে পালিয়ে গেলেও পুলিশ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে আলী আহমদ সহ এ পর্যন্ত পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। জানা যায় গ্রেফতারকৃত অপর ৩ জন আসামী উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসেছেন।

   সিলেট এর জনপ্রিয়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেড’র সভাপতি আলাহাজ্ব নাজিম উদ্দিন।

মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।

মুলাগুলের ঐতিহ্যবাহী ডাউকেরগুল মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে, এম এ রহমান জীবন ও আজাদুর রহমান, সহ সভাপতি পদে নির্বাচিত।

মুলাগুল নেসারুল ক্বোরআন হাফিজিয়া ইসলামিয়া ডাউকেরগুল মাদ্রাসার এনামী জলসা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর।

বীর মুক্তিযোদ্ধা সন্তান মিনহাজ আহমদকে “মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ’র” পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেড’র সভাপতি আলাহাজ্ব নাজিম উদ্দিন।

মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।

মুলাগুলের ঐতিহ্যবাহী ডাউকেরগুল মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে, এম এ রহমান জীবন ও আজাদুর রহমান, সহ সভাপতি পদে নির্বাচিত।

মুলাগুল নেসারুল ক্বোরআন হাফিজিয়া ইসলামিয়া ডাউকেরগুল মাদ্রাসার এনামী জলসা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর।

বীর মুক্তিযোদ্ধা সন্তান মিনহাজ আহমদকে “মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ’র” পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান।

৫ইজুন কানাইঘাটে বড় ধরনের চমক দেখাতে পারেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ,কে, এম সামছুজ্জামান বাহার।