১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা র‌্যাব ৪ এর অভিযানে আশুলিয়া থেকে ৯০৪ বোতল ফেন্সিডিলসহ স্বামী স্ত্রীকে গ্রেফতার।
২১, অক্টোবর, ২০২০, ৭:৩৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

র‍্যাব ৪ অভিযান চালিয়ে ১৯ অক্টোবর সোমবার রাত ১০.৪০ ঘটিকায় গোপন সূত্রে সংবাদ পেয়ে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকায় মোঃ ইকবাল হোসেন @ লেবু @ লেদু তার নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ভারতীয় তৈরী ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করে রেখেছে। উক্ত সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ১৯ অক্টোবর সোমবার ২০২০ তারিখ রাত ১১.৫৫ ঘটিকা মোঃ ইকবাল হোসেন @ লেবু @ লেদু এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা ৯০৪ বোতল ফেন্সিডিল, ৩টি

 

মোবাইল এবং নগদ ১২,৬৭০/-টাকাসহ আসামী ১। মোঃ ইকবাল হোসেন @ লেবু @ লেদু (৪৮) এবং ২। মোছাঃ নার্গিস বেগম (৩৭), উভয় জেলা- গোপালগঞ্জদ্বয়’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় আসামীদ্বয় স্বামী-স্ত্রী এবং তারা দীর্ঘদিন যাবৎ দেশের ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে কৌশলে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে নিজ বসতবাড়ীতে মজুত ও বিক্রয় করে আসছিল।

উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে র‍্যাব ৪ জানায়।

 

তথ্য, র‍্যাব ৪ এর ফেসবুক পেইজ