১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ডিবির হাতে ৫শত পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
২১, অক্টোবর, ২০২০, ৭:৪৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫শত পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার জেলার ত্রিশাল উপজেলায় এই অভিযান পরিচালিত হয়।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনাসহ আইন শৃংখলা নিয়ন্ত্রণে ডিবি পুলিশ নিয়মিত অবিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে মঙ্গলবার ডিবির এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশালে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কাঠাল জসিধার থেকে ৫শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, জেলা সদরের চর নীলয়িা ছমির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন, ত্রিশালের ধলাইমনার মোশাররফ হোসেনের ছেলে আরাফাত হোসেন জনি ও জেলা সদরের চর নীলয়িার বিপ্লব সরকারের ছেলে মারফুল সরকার। ওসি শাহ কামাল আরো জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।