কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ডকিপার এবং তল্লাশকারক কর্তৃক সেবাগ্রহিতাদের বিভিন্নভাবে হয়রানির মাধ্যমে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম বজলুর রশীদ -এর নেতৃত্বে ২১ অক্টোবর বুধবার অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম অভিযোগ সংশ্লিষ্ট দুই ব্যক্তির বিরুদ্ধে দলিলের বালাম বইতে স্বেচ্ছায় নাম/বানান ভুল করে পরবর্তীতে সংশোধনের অজুহাতে বাড়তি অর্থ গ্রহণের প্রাথমিক তথ্য পায়। এ বিষয়ে স্থানীয় সেবাগ্রহীতাদের বক্তব্য গ্রহণ করা হয়। জনভোগান্তি রোধে এবং সেবা প্রদানের মানোন্নয়নে সাব-রেজিস্ট্রারকে পরামর্শ প্রদান করে এনফোর্সমেন্ট টিম। অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত তথ্যসমূহের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্তের জন্য কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম।
চট্টগ্রাম লোহাগড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গোডাউনের চাল বিক্রয়ে অনিয়মের অভিযোগে এবং পটুয়াখালীতে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দলিল লেখকদের নিকট হতে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ ও সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী হতে ২টি পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল