১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ রংপুর ঠাকুরগাঁওয়ে  এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড ।
২২, অক্টোবর, ২০২০, ৭:৪১ অপরাহ্ণ - প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলায় রফিকুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে ঠাকুরগাঁও জেলা  দায়রা জজ আদালত ।  বুধবার (২১ অক্টোবর) বিকালে  ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মো: মামুনুর রশিদ এ রায়  দেন । দন্ডপ্রাপ্ত ঐ মাদক ব্যবসায়ী  ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দানাজপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম  ।  মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ মে পীরগঞ্জ উপজেলার গোদাগাড়ী বাজার এলাকায় মোটর সাইকেল আরোহী রফিকুল ইসলামের সাথে অপর আরোহী দুলাল মিয়ার সংঘর্ষ হয়। ঐ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্ঘটনায় কবলিত রফিকুল ইসলামের মোটর সাইকেল থেকে বস্তায় ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার করে। এ ঘটনায় রফিকুল ইসলামকে আসামী করে পীরগঞ্জ থানায় মামলা হয়। ঐ ঘটনায় মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন ঠাকুরগাঁও জেলা দায়রা জজ আদালত ।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু !

রংপুর জেলার পীরগাছার চাঞ্চল্যকর যুবকের ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় ০৪ জন আসামীকে সাভার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‍্যাব ৪ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ।

সাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রা দুই তরুণের

ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা — সভাপতি- আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক–হিমুন সরকার।

ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের চিকিৎসায় সংযোগ‘-কানেকটিং পিপলের  অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর ।