
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলায় পুকুর থেকে সোহানুর হোসেন আরমান নামে ( ৮ )বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর বসির পাড়া গ্রামের নানা বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস। মোঃ সফিক উদ্দীনের ছেলে সোহানুর হোসেন আরমান । স্থানীয়রা জানায়, গত কয়েকদিন আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে সোহানুর হোসেন আরমান। ২১ অক্টোবর বুধবার সকাল ১১ টার দিকে মায়ের সাথে গাছের পড়ে থাকা শুকনো পাতা কুড়াতে আসে। পাশেয় ছিল পুকুর শিশুটি বকশি দিয়ে পুকুরে মাছ ধরতে যায়। মায়ের চোখের আড়ালে শিশুটি পুকুরে পড়ে যায়। তাৎনিকভাবে তার মা তাকে উদ্ধারে খোঁজাখুজি করলে ও তাকে পাওয়া যায়নি।
খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা ও রংপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের ডুবুরী আব্দুল মতিন দীর্ঘ আধা ঘন্টা তল্লাসী চালিয়ে পুকুর থেকে সোহানুর হোসেন আরমানের মৃতদেহ উদ্বার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার এস.আই হালিম। সোহানুর হোসেন আরমানের এই অপ্রত্যাশিত মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।