তামিল সিনেমার প্রযোজক বেলামকোন্দা সুরেশ। তার বড় ছেলে বেলামকোন্দা শ্রীনিবাস তেলেগু সিনেমার দর্শকপ্রিয় চিত্রনায়ক। তার ছোট ছেলে বেলামকোন্দা গণেশ সিনেমা প্রযোজনা করলেও এখনো অভিনয়ে নাম লেখাননি। এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে বেলামকোন্দা গণেশের। এতে তার বিপরীতে পাঁচ নায়িকা অভিনয় করবেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, নাম ঠিক না হওয়া একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে বেলামকোন্দা গণেশের। এতে তার বিপরীতে পাঁচজন উঠতি নায়িকা বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করবেন। এরা হলেনÑডাকশা নাগরকার, ‘মজিলি’ সিনেমাখ্যাত শিশুশিল্পী অনন্যা আগরওয়াল, মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালিস্ট নাতাশা সিং চৌহান। এ ছাড়া আরো দুই নায়িকা এতে অভিনয় করবেন। রোমান্টিক ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন পবন সাদিনেনি। প্রযোজক বেলামকোন্দা সুরেশ পরিচালককে সিনেমাটিতে একটি আইটেম গান রাখার কথা বলেছেন। আইটেম গানে পূজা হেগড়ে অথবা কিয়ারা আদভানি পারফর্ম করবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।