১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ সাবরেজিস্টার অফিস সহ দুদক এনফোর্সমেন্ট ইউনিট কর্তৃক সারাদেশে ৩টি অভিযান।
২৪, অক্টোবর, ২০২০, ৪:২৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

টাঙ্গাইল সদর সাব-রেজিস্ট্রি অফিসে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আতিকুল ইসলামের নেতৃত্বে ২২ অক্টোবর বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়। উক্ত দপ্তরে করোনাকালীন পরিস্থিতিতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্যবিধি মানা হয় না এরূপ অভিযোগের প্রেক্ষিতে সাব-রেজিস্ট্রারকে অধিকতর সচেতন হবার সুপারিশ করে দুদক টিম। দুদক টিমের পক্ষ হতে দলিল প্রতি অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে সেবাগ্রহিতাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং কোন অনিয়ম বা হয়রানির মাধ্যমে বাড়তি অর্থ নেয়া হলে তাৎক্ষণিকভাবে দুদক হটলাইনে (১০৬) অভিযোগ জানানোর পরামর্শ দেয়া হয়। স্থানীয় জনসাধারণ দুদকের এ অভিযানকে স্বাগত জানান।

রাজশাহী ট্রেজারি অফিসে গ্রাহকের পেনশন বই নবায়ন বাবদ ঘুষ দাবির অভিযোগে এবং ঝিনাইদহে ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের গৃহ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে যথাক্রমে রাজশাহী জেলা কার্যালয় ও যশোর জেলা কার্যালয় হতে ২টি পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।