ময়মনসিংহ অফিস
বিগত ১৭/১০/২০২০ তারিখ রাত ২২.৩০ ঘটিকার সময় গৌরীপুর মধ্য বাজারস্থ রহিমের চা-স্টলের সামনে মাসুদুর রহমান শুভ্রকে কতিপয় দুস্কৃতিকারী নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। উক্ত হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী অন্যতম আসামী মোঃ খায়রুল (৩৫), পিতা মৃত-লাল মিয়া, মাতা-কুলসুম বেগম, সাং-কাউরাট পশ্চিম পাড়া, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহকে দীর্ঘ অভিযান করে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ নেত্রকোণা জেলার মোহনগঞ্জ ফাগুয়া হাওড় এলাকা হতে ইং ২৩/১০/২০২০ তারিখ ভোরে গ্রেফতার করে। উক্ত আসামীকে অদ্য ইং ২৪/১০/২০২০ তারিখ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাহবুবা আক্তার” ৪নং আমলী আদালতে সোর্পদ করা হলে, উক্ত আসামী লোমহর্ষক হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।