১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষে শারদীয় দুর্গা পূজা পরিদর্শন করলেন জাহাঙ্গীর আহমেদ।
২৪, অক্টোবর, ২০২০, ১০:৩৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিস

জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি মহোদয়ের পক্ষে ময়মনসিংহ মহানগর জাতীয়পাটির সভাপতি তৃনমুল সংগঠক জননেতা জাহাঙ্গীর আহমেদ জাতীয় পার্টির একটি টিম নিয়ে ময়মনসিংহ সিটির বেশ কয়েকটি শ্রী শ্রী শারদীয় দুর্গা পুজা মন্ডপ পরিদর্শন করেন।

জননেতা জাহাঙ্গীর আহমেদ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি মহোদয়ের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং পুজা মন্ডপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

এতে উপস্থিত ছিলেন মহানগর জাতীয়পাটির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা জাতীয়পাটির অর্থ সম্পাদক শরীফুল ইসলাম খোকন, জেলা জাতীয়পাটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম তপন, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আবজাল হোসেন হারুন, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি হোসেন আলী, মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি বাদশাহ মিয়া, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লাল চান, মন্টু, সিজার, সুহান প্রমূখ।