১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহে পূজা মন্ডপ পরিদর্শনে স্বাস্থ্য বিধি মেনে উৎসব পালনের আহবান করলেন ডিসির ।।
২৬, অক্টোবর, ২০২০, ৬:১০ অপরাহ্ণ - প্রতিনিধি:

আরিফ রববানী,

ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মত বিনিময় করেন এবং পূজায় আগত পূণ্যার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালনের জন্য আহ্বান জানান ও প্রতীমা বিসর্জন এর সময় সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা প্রদান করেন। প্রতীমা বিসর্জন এর যাবতীয় কার্যক্রম সন্ধ্যার আগেই সমাপ্ত করার ব্যাপারে সকলকে অবহিত করেন। করোনা সংক্রমণ প্রতিরোধে কোন প্রকার শোভাযাত্রা না করার জন্য সকলকে আহবান জানান।

২৫শে অক্টোবর রবিবার সন্ধ্যায় তিনি নগরীর শ্রীশ্রী লোকনাথ বাবার আশ্রমে শারদীয় দুর্গা পুজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শ করেন।

জেলা প্রশাসক বলেন-এদেশ একটি অস্প্রদায়ীক চেতনার দেশ,এখানে প্রতিটি সম্প্রদায়ের মানুষ মিলেমিশে উৎসব পালন করে। কোন অপশক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে নাপারে সেজন্য জেলা প্রশাসন সজাগ অাছে। তিনি বলেন,সর্বস্তরের জনতার মাঝে সম্প্রীতির বন্ধন অটুট থাকুক সেটা অামি কামনা করি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সাথে-অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম,জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান ও তার সহধর্মিণী মিসেস আহমার,
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহবুবুর রহমান, কোতুয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার,
পূজা উদযাপন কমিটির নেতা উত্তম চক্রবর্তী রকেট, শংকর সাহা,বাবু প্রদীপ ভৌমিকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক পূজা মন্ডপে উপস্থিত হলে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।

,