আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকা উপজেলার ৫ নং বিরুনীয়া ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার ৪র্থ তম দিন নবমিতে ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন আসন্ন ইউপি নির্বাচনে বিরুনীয়া ইউনিয়নে নৌকার_মনোনয়ন_প্রত্যাশী, সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা, জনবান্ধব রাজনীতিবিদ মজিবুর_রহমান।
রবিবার ২৫ শে অক্টোবর বিকাল থেকে রাত ৯ টা পযন্ত তিনি ইউনিয়নের ১৭ টি পূজা মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কৌশল বিনিময় করেন ও মহামারী করোনা পরিস্থিতিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের বেধে দেওয়া স্বাস্থ্য বিধি মেনে পূজার আহবান জানান এবং মন্ডপগুলো আর্থিক সহযোগিতার অনুদান প্রদান করেন।
মতবিনিময় কালে মজিবুর রহমান বলেন-
এদেশে সাম্প্রায়িক সম্প্রীতির আবহ সৃষ্টি করেছে আওয়ামী লীগের অসাম্প্রদায়িক চেতনা। আওয়ামী লীগ কখনোই সাম্প্রদায়িক ভেদাভেদকে প্রশ্রয় দেয়নি বরং জাতি-ধর্ম-বর্ণভেদে সকল মানুষকে এক করে দেখার পাশাপাশি সমঅধিকার নিশ্চিত করেছে। আওয়ামী লীগের সমঅধিকার ও অসাম্প্রদায়িক চেতনাবোধ এদেশে ঈদ,পূজা, বড়দিনসহ সকল উৎসবকে সার্বজনীন করেছে।
তিনি বলেন, ‘গত ১১ বছরে দেশে বিভিন্ন ধর্মীয় উৎসব আয়োজনে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পেরেছে আওয়ামী লীগ। সব ধর্মের মূলকথা যে শান্তি ও মানবতা, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তা প্রমাণ করেছে। আমাদের সবচেয়ে বড় অর্জন, আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে চলতে শিখেছি।’
এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাংলাদেশ আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।