ময়মনসিংহ অফিস
সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার ময়মনসিংহে সনাতন ধর্মাবলাম্বীদের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে।
বিজয়া দশমীতে এদিন বিকালে শহরের কাচারীঘাট এলাকায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়। দুপুরের পর থেকে বিভিন্ন পূজামন্ডপের প্রতিমাগুলো কাচারীঘাটে এনে সারিবদ্ধভাবে রাখা হয়।
সেখানে ধুপ-ধোঁয়ার আড়তি, ঢাকের বাদ্যি আর উলুধ্বনিতে এক স্বর্গীয় আবেশের সৃষ্টি হয়।
শহরের বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষের পদভারে বিসর্জন এলাকা লোকে-লোকারণ্য হয়ে ওঠে। বিসর্জনের আগে মন্দির প্রাঙ্গণে মায়ের চরণে সিঁদুর ছোয়ানো অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ময়মনসিংহ জেলা শাখা।
সেখানে হিন্দু নারীরা দুর্গা প্রতিমার চরণে সিঁদুর মাখিয়ে নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মেতে ওঠেন।
স্থানীয় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিমা বিসর্জন উপভোগ করেন।
বিজয়া দশমী ও বিসর্জনে জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের নেতৃত্বে পুলিশ নিয়ে
প্রতিমা বিসর্জন স্থল তথা ব্রহ্মপূত্র নদের তীরবর্তী কাচারীঘাট এলাকায় পুলিশী নিরাপত্তা প্রদান কার্যক্রমের তদারকি করেন। জলে ও স্হলে। ব্রহ্মপূত্র নদে পুলিশ সুপার কর্তৃক নৌকা টহল দেন।
সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু দলীয় নেতৃবৃন্দসহ প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য এসময় জাতীয় পার্টির মহানগর সভাপতি জাহাঙ্গীর অাহমেদ সহ অন্যান্য দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিল। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি স্পিডবোটে নদীতে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থাও রাখা হয়।