তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় গত শুক্রবার বিকেলে ভাষা সৈনিক,বীর মুক্তিযোদ্ধা, সাবেক পাঁচবার জাতীয় সংসদ সদস্য মরহুম জননেতা এম শামছুল হক এর কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধানজলী ও জিয়ারত করেন তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের নব গঠিত কমিটি’র নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্ত্তী রণু ঠাকুর, সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার,সহ-সভাপতি মেজবাহ উল রুবেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম, জিয়াউল হক জিয়া,এ.কে.এম আজাহারুল ইসলাম সরকার,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: জামাল উদ্দিন,মো: নজরুল ইসলাম নয়ন,শাকের আহম্মেদ বাবুলসহ আওয়ামীলীগ তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।