২৬ অক্টোবর সোমবার ১৮.০০ ঘটিকার সময় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি মনিটর, ০১ টি সিপিইউ, ০১ টি কিবোর্ড, ০১ টি মাউস, ২৭ টি স্মার্টফোন বিক্রয়ের শুন্য ভাউচার, ৩১ টি মোবাইলের খালি বক্স, ৩১ টি ব্যক্তিগত টাকা জমার রশিদ, ০৪ টি মোবাইল এবং ২২ টি সীমকার্ডসহ অনলাইন প্রতারক মোঃ মানিক হোসেন (২৬), জেলা কুষ্টিয়া’কে গ্রেফতার করতে সমর্থ হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত গ্রেফতারকৃত ব্যক্তি "ইঙঙগ গঙইওখঊঝ" নামক একটি ফেইসবুক পেইজের মাধ্যমে বাজার মূল্যের চেয়েও অনেক কমমূল্যে বিভিন্ন "অহফৎড়রফ/রঙং" স্মার্টফোন বিক্রয়ের জন্য আকর্ষনীয় বিজ্ঞাপন দিয়ে আসছিলো। গ্রাহকদের কাছ থেকে বিকাশে পণ্যের অর্ডার নিশ্চিতের পর অভিযুক্ত ব্যক্তি স্বনামধন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠাত। কিন্তু প্রতিশ্রæতি অনুযায়ী স্মার্টফোন দেওয়ার পরিবর্তে কখনো সাধারণ ফিচার ফোন আবার কখনো শুধুমাত্র চার্জার সরবরাহ করা হতো। গ্রাহকেরা নির্ধারিত চার্জ দিয়ে পণ্যটি গ্রহণ করার আগেই প্রতারক চক্রটি সে টাকা উঠিয়ে নিতো। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে এখন পর্যন্ত ৪০০ জনের অধিক গ্রাহককে প্রতারিত করেছে।
অদূর ভবিষ্যতে এইরুপ অসাধু অনলাইন ভিত্তিক ডিজিটাল প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
তথ্য, RAB ( 4) Facebook page
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল