ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত Robert Chatterton Dickson ২৮ অক্টোবর বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে আইজিপি এবং ব্রিটিশ রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাতকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং ব্রিটিশ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
PHQ media
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল