১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা নান্দাইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত
২৬, অক্টোবর, ২০১৯, ৮:৪০ অপরাহ্ণ -

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ পালন  উপলক্ষ্যে শনিবার নান্দাইল মডেল থানার আয়োজনে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদের সার্বিক পরিচালনায় “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” স্লোগানে সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওসি তদন্ত আবুল হাসেমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রহিম সুজন, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, সাংবাদিক এ্যাডভোকেট হাবিবুর রহমান ফকির, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব শরাফ উদ্দিন ভূইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজাহারুল হক ফকির প্রমুখ। এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সাংবাদিক ও পুলিশিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশে ভালো-মন্দ চি‎িহ্নত করার সময় তৈরী করেছেন এবং উনি দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছেন। দূর্নীতি প্রতিরোধে তিনি নতুন দিগন্ত উম্মোচন করেছেন। এছাড়া তিনি ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানান এবং প্রকৃত মাদক অপরাধী/ডিলারদেরকে প্রশাসনের সহযোগীতায় যে ধরিয়ে দিতে পারবে তাকে ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকার প্রাইজবন্ড দেওয়া হবে বলে ঘোষণা প্রদান করেন।
ছবি-সংযুক্ত