১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, গৌরীপুর গৌরীপুরে স্ত্রী-সন্তানদের সামনে বৃদ্ধাকে গলা টিপে হত্যা, আটক ৩
২৯, অক্টোবর, ২০২০, ৫:২০ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান :

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের ভালুকাপুর গ্রামে স্ত্রী সন্তানদের সামনে হাতে ঝুলিয়ে গলাটিপে আব্দুল মোতালেব (৬০) কে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি মৃত আব্দুর রহমানের পুত্র। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৯ অক্টোবর/২০২০) সকাল সাড়ে ১০টায়।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্ত্রী আনোয়ারা খাতুন জানান, প্রতিবেশী খোকন, চান মিয়া ও সুরুজ আলীদের সঙ্গে রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিলো। আমার স্বামী বলেছিলো সরকারি নির্ধারিত জায়গা দিয়ে রাস্তা নিতে। অথবা দু’পক্ষের জমিতে রাস্তা করতে। ওরা সেটা মেনে নেয়নি। নিহতের পুত্র মোঃ জুয়েল মিয়া বলেন, বৃহস্পতিবার সকালে রাস্তা কথা চলার সময় আমাদের দু’ভাইকে আটকে রেখে প্রকাশে আমার বাবাকে খোকন দু’হাত দিয়ে গলাটিপে ধরে ঝুলিয়ে রাখে। আমার মা-বোনের সামনে বাবাকে ওরা মেরে ফেলেছে। আমরা কিছুই করতে পারলাম না।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। তিনি জানান, হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ ৩জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। সহনাটী ইউনিয়ন জাকের পাটির সভাপতি আব্দুল মুন্নাফ জানান, মোতালেব উপজেলা জাতীয় পাটির সদস্য ও ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।