১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গণমাধ্যম, ময়মনসিংহ সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন
১, নভেম্বর, ২০২০, ২:২২ অপরাহ্ণ - প্রতিনিধি:

পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়, জনগণের প্রত্যাশিত সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবিতে নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা শাখার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

১ নভেম্বর সকাল ১০.৩০ মিনিটে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আমন্ত্রিত হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী।

সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, সহ-সভাপতি স্বাধীন চৌধুরী,
সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রতন, যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব উর রহমান সবুজ বক্তব্য রাখেন।

সংগঠনের সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর লিখিত বক্তব্য পাঠ করে শোনান।

এ সময় ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বলেন, আমাদের চূড়ান্ত প্রত্যাশা দুর্ঘটনা মুক্ত সড়ক, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করা। যতদিন এটি পূরণ না হবে ততদিন নিরাপদ সড়ক আন্দোলনের কর্মীরা সড়কে থাকবে। নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের আহবানে দেশব্যাপী একই সময়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।