শামিম খান
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে গৌরীপুর তথ্য আপা প্রকল্পের
ডোর টু ডোর সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্হপতিবার ৫ নভেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাও রামগোপালপুর গ্রামের আল মামুনের বাড়িতে এ সেবা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রুমি আক্তার,তথ্য সহকারী শাহনাজ খানম সহ অন্যরা।
বৈঠকে করোনাভাইরাস ( COVID-19),
বাল্য বিবাহ রোধে মেয়েদের শিক্ষার গুরুত্ব, নিরাপদ মাতৃত্বে করণীয়সহ অন্যান্য বিষয় সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরেন গৌরীপুর উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ।মাক্স ও লিফলেট বিতরণ সহ মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি ভাতা, বাল্য বিবাহ রোধে নারীদের সচেতনতা বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত জানান তথ্যসেবা কর্মকর্তা ।
আলোচনা শেষে উপস্থিত মহিলাদের বিনা মুল্যে ব্লাড প্রেসার পরীক্ষা, ওজন পরিমাপ,ডায়াবেটিস পরীক্ষা, তাপমাত্রা পরিমাপ,ভিজিডি আবেদন, আইজিএ প্রশিক্ষণের বিস্তারিত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল