১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা সওজের সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা
৭, নভেম্বর, ২০২০, ৩:৩৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

৩ কোটি ৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ জাওয়েদ আলম ও তার স্ত্রী আনোয়ারা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাগুলো করেন।

কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় মোহাম্মদ জাওয়েদ আলমকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, তিনি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৮৪ লাখ ৬৪ হাজার ৭৮০ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হয়েছেন।

অপর মামলায় আনোয়ারা বেগম ও তার স্বামী মোহাম্মদ জাওয়েদ আলমকে আসামি করা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ২ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৬২৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন।

তাদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ও দণ্ডবিধি ১০৯ ধারায় মামলা দায়ের হয়েছে।