১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ রংপুর ঠাকুরগাঁওয়ে শত বছরের কবরস্থান দখলের প্রতিবাদে মানববন্ধন ।
৭, নভেম্বর, ২০২০, ৪:১১ অপরাহ্ণ - প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ৪নং বড়গাঁও ইউনিয়নের কুমারপুর কবরস্থান দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার (৬ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলার  সদর উপজেলার ভুল্লী বাজারে ভূমিদস্যুদের হাত থেকে গোরস্থান রক্ষার দাবীতে বড়গাঁও ও বালিয়া ইউনিয়নের ২ সহস্রাধিক মানুষ অংশ নেয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামীলগি নেতা ও জেলা পরিষদের সদস্য রওশনুল হক তুষার, বড়গাঁও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন দেবনাথ মনি, বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু সাঈদ প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন,কুমারপুর গোরস্থানটি প্রায় ২শ বছরের পুরনো। কিন্তু ফায়ার সার্ভিসে কর্মরত আব্দুল আজিজ ও তার সন্ত্রাসী বাহিনী ওইজমি নিজের জমি দাবি করে কবরস্থান দখল করে গাছ রোপণ করে।এতে স্থানীয় মুসল্লীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, আমি অভিযোগ পেয়েছি। বিষযটি তদন্তাধীন রয়েছে।রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু !

রংপুর জেলার পীরগাছার চাঞ্চল্যকর যুবকের ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় ০৪ জন আসামীকে সাভার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‍্যাব ৪ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ।

সাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রা দুই তরুণের

ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা — সভাপতি- আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক–হিমুন সরকার।

ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের চিকিৎসায় সংযোগ‘-কানেকটিং পিপলের  অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর ।