
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। ৭ নভেম্বর শনিবার বালিয়াডাঙ্গী উপজেলার পরিষদ অডিটরিয়াম ( হল রুমে ) প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন- বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, এবারের প্রতিপাদ্য বিষয় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”। বালিয়াডাঙ্গী উপজেলা সমবায় কার্যালয় ও বালিয়াডাঙ্গী উপজেলার সমবায়ীবৃন্দের আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবাযের হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বিশেষ অতিথি বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা সমবায় কর্মকর্তা আবু নাসের, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু , প্রমুখ।
-শেষে করোনাকালীন সময়ে যে সকল সমবায় সমিতি অসহায়দের পাশে দাড়িয়েছিল তাদের হাতে সম্মাননা সনদ তুলে দেন অতিথিরা।