১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত
৭, নভেম্বর, ২০২০, ৫:২৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিস :

ময়মনসিংহ সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে গত শনিবার সকালে ময়মনসিংহের জেলা পরিষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এপ্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এছাড়াও এসময় বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহের সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুণ অর রশিদ, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, রুপসী বাংলা কেন্দ্রিয় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লি: এর সভাপতি মো. আবুল হোসেন, পাটগুদাম দুলদুল ক্যাম্প ভূমিহীন সমিতির সভাপতি আবুল হোসেন পাশা সহ অনেকে অনেকে বক্তব্য রাখেন। ময়মনসিংহ বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মো. মশিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মো. শাহজাহান পারভেজ এবং অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্তকর্তা মোহাম্মদ রবিন ইসলাম।