১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, গৌরীপুর গৌরীপুরে ব্রিফকেস বন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
৯, নভেম্বর, ২০২০, ২:০৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান :

ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেস বন্দি এক অজ্ঞাত তরুণীর (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সকালে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার গঙ্গাশ্রম এলাকায় ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, সোমবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার গঙ্গাশ্রম এলাকায় একটি ব্রিজের নিচে খয়েরি রঙের একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে এসে পুলিশ ব্রিফকেস থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করে। ব্রিফকেসের ভেতরে একাধিক ইট ছিল। ধারণা করা হচ্ছে ব্রিজের নিচে পানিতে ব্রিফকেসবন্দি মরদেহ ডুবিয়ে ফেলতে ইট ভরা হয়েছিল।

এদিকে ব্রিফকেস বন্দি মরদেহের উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন ব্রিফকেস বন্দি তরুণীর মরদেহ দেখে মনে হচ্ছে শারীরিক ভাবে প্রতিবন্ধী ছিল। পুলিশ ঘটনা তদন্ত করে তার পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে।