হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গতকাল শনিবার সকালে গোবরাকুড়া রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নিজ কার্যলয়ে ২৮ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে । গোবরাকুড়া রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মো : শামসুল আলম মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাাহী অফিসার রেজাউল করিম , সমবায় কর্মকর্তা কামরুল হুদা , অফিসার ইনর্চাজ বিপ্লব কুমার বিশ্বাস , ১নং ভূবনকুড়া ইউ.পি চেয়ারম্যান এম সুরুজ মিয়া ,৪নং ইউ.পি চেয়ারম্যান ( ভারপাপ্ত ) ইকরামুল হাসান খসরু, সাবেক কøাব ডিরেক্টর মো: হোসেন আলী ,প্রমূখ । উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোবরাকুড়া রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারন সম্পাদক মো: এমদাদুল হক মিলন । এসময় বক্তারা অএ সমিতির ভিবিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন ।