ময়মনসিংহ অফিস
১০ নভেম্বর গনতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা জাতীয় পাটির প্রধান উপদেষ্টা ও ময়মনসিংহ জেলা জাতীয় পাটির সভাপতি বেগম রওশন এরশাদ এমপির এর নির্দেশনায় ময়মনসিংহ জেলা জাতীয় পাটি, মহানগর জাতীয়পাটি, সদর জাতীয়পাটি ও অ্ঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ময়মনসিংহের সুন্দর মহলস্থ জাতীয়পার্টির দলীয় কার্য্যালয়ে মঙ্গলবার বিকাল ৩টায় আলোচনা সভা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দলীয় নেতাকর্মীরা।
উক্ত অনুষ্ঠানে জাতীয় পার্টি, অ্ঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে উপস্থিত হয়ে আলোচনা সভা সফল করার অাহবান জানিয়েছেন জাতীয় পার্টির মহানগর শাখার সভাপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বিশ্বস্থ আস্থাভাজন জাহাঙ্গীর আহমেদ।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা জাপার সহ সাধারন সম্পাদক শফিকুল আলম তপন,জেলা জাপার অর্থ সম্পাদক শরীফুল ইসলাম খোকন,কোতুয়ালী জাপার সাধারন সম্পাদক ইদ্রিস আলী,জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সভাপতি হোসেন আলী, মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সভাপতি বাদশা মিয়া, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লাল চান প্রমুখ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল