১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সিলেট কানাইঘাটে তিন পরগনার বিরোধ নিষ্পত্তি সালিশদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত।
৯, নভেম্বর, ২০২০, ৫:৫০ অপরাহ্ণ - প্রতিনিধি:

সিলেটের কানাইঘাট বাজারে ক্রেতা-বিক্রেতার মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে উপজেলার বড়চতুল এবং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের লোকজন যৌথ ভাবে তাদের আদিপ্রথা হিসাবে চতুল পরগনা ও ফালজুর পরগনার ডাক দিয়ে সোমবার (৯ নভেম্বর) কানাইঘাট পৌরসভার দূর্লভপুর গ্রামের লোকজনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে মোকাবেলার জন্য সংঘর্ষের ডাক দেয়।
এরপূর্বে রবিবার সকাল থেকে উক্ত দুটি পরগনার বিভিন্ন মসজিদে মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র লাটি-সোটা জোগাড় করে সংঘর্ষের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। এতে উপজেলা সদর, কানাইঘাট পৌরসভা সহ বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনা নিয়ন্ত্রণ করতে কানাইঘাট থানা পুলিশ বড়চতুল ও ফালজুর পরগনার কয়েকজনকে রবিবার রাতেই আটক করে। কানাইঘাট পৌরসভার দূর্লভপুর গ্রামের পক্ষ নেয় কানাইঘাট সদর ইউনিয়নের বাজেরাজ পরগনার লোকজন। এতে রবিবার রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে উপজেলার ৩টি পরগনা জুড়ে।
এদিকে সোমবার সকাল ৯টায় চতুল ও বাজেরাত পরগনার লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র ও লাটিসোটা নিয়ে কানাইঘাট পৌরসভার হখারাই নামক স্থানে আসলে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। এতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পুলিশ তাদেরকে ফেরানোর চেষ্টা কালে উত্তেজিত লোকজন পুলিশের উপর চড়াও হলে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে তাদেরকে সরিয়ে দেয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার পৌরসভার দুলর্ভপুর গ্রামের বাসিন্দা কানাইঘাট বাজারের ব্যবসায়ী আকবরের দোকানে উপজেলার বড়চতুল ও লক্ষীপ্রসাদ ইউনিয়নের দুই ব্যক্তি মটরসুটি কেনার সময় দাম-দর নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও মারামারি হয়। এ ঘটনা কেন্দ্র করে বড়চতুল ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির লোকজন চতুল ও ফালজুর পরগনা প্রথা হিসাবে সংগবদ্ধ হয়ে কানাইঘাট পৌরসভার দূর্লভপুর গ্রামের লোকজনের বিরুদ্ধে ডাক দেয়।
এতে কানাইঘাট থানা পুলিশ ও উভয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু বড়চতুল ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির লোকজন না মেনে সোমবার সকালে সংঘর্ষের ঘোষণা দিয়ে হখারাই নামক স্থানে চলে আসে। এতে দূর্লভপুর গ্রামের লোকজন তাদের ডাকে সাড়া না দেওয়ায় বড় ধরণের সংঘর্ষ থেকে রক্ষা পায় কানাইঘাটবাসী।
কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ শামসুদ্দোহা পিপিএম জানান- বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সিলেটের পুলিশ সুপার মো: ফরিদ উদ্দিন ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এছাড়া অনাকাংখিত ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এদিকে বৃহত্তর জৈন্তা ১৭ পরগনার সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবুল মৌলার নেতৃত্বে ১৭ পরগনার মুরব্বীয়ানরা বিকাল ৩টায় কানাইঘাট ডাকবাংলায় বসে উক্ত বিরোধের নিষ্পত্তি করায় বিকালে আটককৃতদেরকে কানাইঘাট থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে।

   সিলেট এর জনপ্রিয়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেড’র সভাপতি আলাহাজ্ব নাজিম উদ্দিন।

মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।

মুলাগুলের ঐতিহ্যবাহী ডাউকেরগুল মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে, এম এ রহমান জীবন ও আজাদুর রহমান, সহ সভাপতি পদে নির্বাচিত।

মুলাগুল নেসারুল ক্বোরআন হাফিজিয়া ইসলামিয়া ডাউকেরগুল মাদ্রাসার এনামী জলসা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর।

বীর মুক্তিযোদ্ধা সন্তান মিনহাজ আহমদকে “মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ’র” পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেড’র সভাপতি আলাহাজ্ব নাজিম উদ্দিন।

মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।

মুলাগুলের ঐতিহ্যবাহী ডাউকেরগুল মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে, এম এ রহমান জীবন ও আজাদুর রহমান, সহ সভাপতি পদে নির্বাচিত।

মুলাগুল নেসারুল ক্বোরআন হাফিজিয়া ইসলামিয়া ডাউকেরগুল মাদ্রাসার এনামী জলসা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর।

বীর মুক্তিযোদ্ধা সন্তান মিনহাজ আহমদকে “মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ’র” পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান।

৫ইজুন কানাইঘাটে বড় ধরনের চমক দেখাতে পারেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ,কে, এম সামছুজ্জামান বাহার।