১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ রংপুর ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ‘ক’ তালিকাভুক্ত (ভূমিহীন ও গৃহহীন) পরিবারের  জন্য গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন ।
৯, নভেম্বর, ২০২০, ৭:২১ অপরাহ্ণ - প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদানের লক্ষ্যে নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৯ নভেম্বর সোমবার দুপুর ১২.০০ টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নে ঘর নির্মাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও  জেলা প্রশাসক  ড. কে এম কামরুজ্জামান সেলিম ।  ধনতলা ইউনিয়নের ঠুমনিয়া গ্রামের মোসাঃ আলেফা বেগম, পিতা-বশির উদ্দীন, স্বামী-মোঃ আশরাফুল আলম এর ঘর উদ্বোধনের মাধ্যমে বালিয়াডাঙ্গী উপজেলার ৪৫ টি ঘরের নির্মাণ কাজ শুরু করা হয়। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান  আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  মোঃ মাজহারুল ইসলাম সুজন, ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জি, বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, ধনতলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও জেলায় মোট ৭৯৮৫ টি এবং বালিয়াডাঙ্গী উপজেলায় মোট ১৬৬টি ঘর নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে ঠাকুরগাঁও জেলায় ৬৪৯টি এবং বালিয়াডাঙ্গী উপজেলায় ৪৫টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। উপকারভোগী আলেফা বেগম বলেন, আমি ঘর পেয়ে খুব খুশি তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  গরীব অসহায় মানুষের ঘর দিয়ে  উপকার করছেন তাই ধন্যবাদ জানান,
 ঠাকুরগাঁও জেলা প্রশাসকসহ সকলের জন্য দোয়া করেন।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু !

রংপুর জেলার পীরগাছার চাঞ্চল্যকর যুবকের ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় ০৪ জন আসামীকে সাভার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‍্যাব ৪ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ।

সাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রা দুই তরুণের

ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা — সভাপতি- আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক–হিমুন সরকার।

ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের চিকিৎসায় সংযোগ‘-কানেকটিং পিপলের  অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর ।