স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) আকুয়া মৌজায় ক্রয়কৃত জমি অবৈধভাবে দখল করে গড়ে উঠা সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের প্রয়াত পুত্র ডাঃ মুশফিকুর রহমান শুভ এর নামে গড়ে তোলা হয় বালিকা বিদ্যালয়।
এই বিদ্যালয়টির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মসিকের ২ একর ৫৬ শতাংশ ভূমি উদ্ধার করেছে মোবাইল কোর্ট।
মসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব-উল-আহসানের নেতৃত্বে অদ্য ৯ নভেম্বর সকালে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগীতা করেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান (সিনিয়র সহকারি সচিব), প্রধান সম্পত্তি কমকর্তা মোঃ আব্দুল হালিম, নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, সহকারি সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, নগর পারিকল্পনাবিদ মানস বিশ্বাস, এস্টেট অফিসার সিদ্দিকুর রহমান, স্বাস্থ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহব্বত আলী, পুলিশ বাহিনীর সদস্যগণ ও মসিকের অন্যান্য কর্মকর্তাগণও এসময় উপস্থিত ছিলেন।
মসিকের সহকারি সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর জানান, অধুণালুপ্ত ময়মনসিংহ পৌরসভার নিজস্ব ক্রয়কৃত জমিতে অবৈধভাবে দখল করে গড়ে তুলে সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের মরহুম পুত্রের নামে ডাঃ মুশফিকুর রহমান শুভ বালিকা বিদ্যালয়। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদি হয়ে আদালতে একটি মামলা করলে মামলটি খারিজ করে দেন আদালত।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) আইন উপদেষ্টা অ্যাডভোকেট ছাইফুল ইসলাম জানান, আকুয়া মৌজার খতিয়ান নং এসএ ০৪, দাগনং ৫২৪৩ এর দুই একর ৫৬ শতাংশ জমি সিটি কর্পোরেশনের। এই জমিতে ডাঃ মুশফিকুর রহমান শুভ বালিকা বিদ্যালয় নামে একটি বিদ্যালয় গড়ে উঠে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদি হয়ে সদর সিনিয়র সহকারি জজ আদালতে ৪৬১/২০১৭ অন্য মোকাদ্দমা দায়ের করে। পরে ধোবাউড়া সহকারি জজ আদালতে বিচারের জন্য মামলাটি প্রেরিত হয়। ওই আদালতে ৯৪/২০১৯ অন্য প্রকার মোকাদ্দমাটি গত ০১/১১/২০২০ ইং বিচারক খারিজ করে দেন। সেই আলোকে ৯ নভেম্বর অবৈধ দখলদার উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করে মসিক।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল