শেরপুরের ঝিনাইগাতী প্রতিনিধিঃ
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ স্লোগানে শেরপুরের ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে ঝিনাইগাতী থানা ও কমিউনিটি পুলিশিং ফোরাম।
সকালে থানা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
পরে থানার সভা কক্ষে ওসি আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনার উল্ল্যাহ, সাধারণ সম্পাদক একেএম বেলায়েত হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, ঝিনাইগাতী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী টিটু প্রমুখ।
এসব কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির উপজেলা , ইউনিয়ন, ওর্য়াড কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সুধিজনসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।