জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও গণতন্ত্র দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির আয়োজনে নগরীর মুসলিম ইনস্টিটিউটে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এড.এম.এ. বারীর সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ওয়াহিদ্দুজ্জামান আরজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তাগাছা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব সালাহ্ উদ্দিন মুক্তি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মনির চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শহীদ আমিনী রুমি, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এড.আব্দুল কাইয়ুম, জেলা জাতীয় পার্টির সদস্য শহীদুল ইসলাম (স্বপন মন্ডল), জেলা জাতীয় পার্টির যুগ্ম -প্রচার সম্পাদক প্রিন্স দুলাল সহ প্রমূখ।
সভায় প্রধান অতিথি সালাহ উদ্দিন মুক্তি বলেন, ময়মনসিংহের যতটুকু উন্নয়ন হয়েছে জাতীয় পাটিই করেছে। পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পরে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ময়মনসিংহ সদর আসনের এমপি রওশন এরশাদ ময়মনসিংহের উন্নয়ন করেছে। তিনি আরো বলেন, ময়মনসিংহকে বিভাগ করা নিয়ে অনেকেই অনেক কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলে বিভাগ করেছেন রওশন এরশাদ। পরে তিনি ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সবশেষে হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল