১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহ জেলা আ’লীগের সভাপতির সাথে মেডিকেল কলেজ ছাত্রলীগ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ
১১, নভেম্বর, ২০২০, ৭:৫৪ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

 

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহ ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এড জহিরুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে মেডিকেল কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ। মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানের নেতৃত্বে বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের সভাপতির বাঘমারাস্থ বাসায় সাক্ষাৎ করেন। নেতৃবৃন্দ ফুলের তোড়া নিয়ে জেলা আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা ও সভাপতির সাথে সাক্ষাৎ করেন। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ ও শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে। তবে মনে রাখতে হবে ছাত্রলীগের মাধ্যমে সংগঠন এবং এ দেশের মানুষ যেন ক্ষতিগ্রস্থ না হয়।