ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি-
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কমিউিনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি ও থানা পুলিশের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে সকালে থানা কমপ্লেক্স থেকে এক র্যালি বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা কমপ্লেক্স প্যারেড গ্রাউন্ডে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহাম্মেদ কবির হোসেন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, কমিউনিটি পুলিশিং কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মায়া রানী সরকার, মাইজবাগ ইউনিয়ন কমিটির সভাপতি একরাম হোসেন বাচ্ছু, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ