ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ১০ নভেম্বর ২০২০ খ্রি. বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ৬ পুলিশ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
পদোন্নতিপ্রাপ্ত ৬ কর্মকর্তা হলেন, জনাব মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, বিপিএম, পিপিএম; জনাব এস এম রুহুল আমিন; জনাব মল্লিক ফখরুল ইসলাম বিপিএম, পিপিএম; জনাব মোঃ কামরুল আহসান বিপিএম (বার); জনাব মোঃ মাজহারুল ইসলাম ও জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার)।
PHQ media
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল