১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ রংপুর ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে স্কুলছাত্রীকে জোর করে বিয়ে, স্বামীর বাড়িতে না যাওয়ায় নির্যাতন ।
১২, নভেম্বর, ২০২০, ৬:০২ অপরাহ্ণ - প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার  রাণীশংকৈল উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়নের সন্ধারই গ্রামে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ও পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। স্কুলছাত্রী শিমু আক্তার রানীশংকৈল উপজেলার বিএন বালিকা উচ্চ বিদ্যায়ের ছাত্রী। জানা যায়, স্থানীয় কাজির সহায়তায় তার ইচ্ছার বিরুদ্ধে তার বাবা-মা রানীশংকৈল উপজেলার কেউটান এলাকার মাসুমের সঙ্গে বিয়ে দেন। এরপর কথা ছিল তাকে স্বামীর বাড়িতে আরও দু’বছর পরে পাঠানো হবে। তবে এক মাস না যেতেই তাকে তার স্বামীর বাড়িতে পাঠানোর চেষ্টা করেন তার বাবা-মা। বিএন বালিকা উচ্চ বিদ্যায়ের ঐ ছাত্রী স্বামীর বাড়িতে যেতে না চাইলে তাকে মারধর করে স্বামীর বাড়িতে পাঠানো হয়। এরপর সেখান থেকে ঐ ছাত্রী পালিয়ে থানায় আশ্রয় নেন।  তকে স্থানীয় প্রভাবশালীরা থানা থেকে স্কুলছাত্রী শিমুকে বের করে এনে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে আপোষ করে শিমুকে তুলে দেয় পিতা রফিকুলের হাতে। এব্যাপারে রানীশংকৈল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ ইকবাল বলেন, বাল্য বিয়ের ব্যাপারে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় চাচার মৃত্যু !

রংপুর জেলার পীরগাছার চাঞ্চল্যকর যুবকের ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় ০৪ জন আসামীকে সাভার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‍্যাব ৪ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ।

সাইকেল চালিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ যাত্রা দুই তরুণের

ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা — সভাপতি- আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক–হিমুন সরকার।

ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের চিকিৎসায় সংযোগ‘-কানেকটিং পিপলের  অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর ।