সেলিম মিয়াঃ
৩ বছর ২ মাস ১২ দিন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দীপক রঞ্জন রায় গাজীপুর হিসাবে দায়িত্ব পালন শেষে আজ দায়িত্ব হস্তান্তরিত করলেন । ডাঃ মোঃ সেলিম উল্লাহ, ইউএলও, গাজীপুর সদর দায়িত্ব নিলেন। নতুন কর্মস্থল জামালপুর শীর্ঘই দায়িত্ব নেবেন ডাঃ দীপক রঞ্জন রায় ।
জেলা প্রশাসন,জেলা প্রাণিসম্পদ বিভাগ সহ গাজীপুরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, খামারিবৃন্দ,প্রিয় শিল্পোদ্যোক্তাবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক,ব্যবসায়ীসহ সবধরনের শ্রেণী পেশা মানুষের অফুরন্ত ভালবাসা এবং আন্তরিকতায় মুগ্ধ হলেন যা কখনও ভুলার নয় বললেন ডাঃ দীপক রঞ্জন রায় এবং সবার প্রতি অশেষ কৃতজ্ঞ জানিয়েছেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ডাঃ দীপক রঞ্জন রায় বলেন
আমার ও আমার পরিবারের প্রতি সকলের নিকট দোয়া ও আশির্বাদ কামনা করছি। গাজীপুরবাসী সহ সকলের সার্বিক মংগল ও উন্নতি কামনা করি।