১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ধর্ম ও ইসলাম, ময়মনসিংহ বিসকা ইউনিয়নে ফ্রান্সের ফ্যাসিবাদী সরকারের পৃষ্ঠপোষকতায় হযরত মুহাম্মাদ (সঃ) এর ব্যঙ্গচিত্র ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
১৪, নভেম্বর, ২০২০, ৮:১৩ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহের বিসকা ইউনিয়নে
১৩.১১.২০ শুত্রবার বাদ জুম্মা ফ্রান্সের ফ্যাসিবাদী সরকারের পৃষ্ঠপোষকতায় প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সঃ)এর ব্যঙ্গচিত্র্ কটুক্তি ও অবমাননার প্রতিবাদে
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

এসময় উপস্থিত ছিলেন হযরত মাওলানা আবুল কালাম আজাদী সাহেব(রসুলপুর দরবার শরীফ). *শেখ মোঃ মানিক মিয়া, সভাপতি বিসকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।

*মোঃ কামাল উদ্দিন সরকার,সহ সভাপতি বিসকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও সাবেক এজিএস। গৌরিপুর সরকারি কলেজ মোঃআবুল হাসিম,সাধারণ সম্পাদক ও বিসকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।


হযরত মাওলানা মোঃ সাইফুল ইসলাম (আরবী প্রভাষক কাকুরা ফাজিল মাদ্রাসা).হযরত মাও মোঃজাহিদুলইসলাম(খতিব শম্ভুগঞ্জ বড় মসজিদ) হযরত মাওলানা মোঃ ফরহাদ হোসাইন (খতিব বিসকা সরকার বাড়ী জামে মসজিদ) হযরত মাওলানা মোঃ হারিছুর রহমান ( খতিব গাওসুল আজাম জামে মসজিদ শালীহর) হযরত মাওলানা খালেক সাইফুল্লাহ ( খতিব ডেলটাল মেইল জামে মসজিদ) মনিরুজ্জামান রাকিব (ছাত্র নেতা) জাহাঙ্গীর আলম জামিল (খতিব ভাটিয়াপাড়া জামে মসজিদ) আবু বক্কর সিদ্দিক (খতিব লালমা চৌরাস্তা জামে মসজিদ) সারোয়ার (সমাজ সেবক) রাজন সরকার(ছাত্র নেতা). । সমাবেশে দেশের মানুষের উদ্দেশ্য করে বলেন ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্সের সকল পণ্য বর্জন করে ঈমানী দায়িত্ব পালন করুন। আযোজনেঃ বিসকা ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনতা তারাকান্দা ময়মনসিংহ